Posts

Showing posts from October, 2017

কবীর সুমন, বাংলা খেয়াল আর কিছু কথা...

Image
কবীর সুমন এবং তার গান সম্বন্ধে আমি মাঝেমাঝে কিছু লেখালেখি করি। কবীর সুমনের ওপর আমার নিজের একটা পেজ ও আছে। তাতেও মাঝেমাঝে লিখি। খুব সীমিত কিছু মানুষ আমার লেখা পড়েন। ঠিক যেমন সুমনের গানও খুব কম লোক শোনেন। অনেকে শুনেও কিছু বোঝেন না (এই না বোঝা লোকের সংখ্যা প্রচুর)। আমরা সংখ্যায় লঘিষ্ঠ। সেই ১৯৯২ থেকে কলামন্দিরে কবীরের একক অনুষ্ঠানগুলিতে প্রায় এক মুখগুলি চোখে পড়ত। ২০০৪ থেকে আমি প্রবাসী, এবং আমি দেখেছি সর্বত্রই সুমনের শ্রোতা সংখ্যা সীমিত। সেটা স্বাভাবিক, কারণ যারা থুম্বা, ক্যানেস্তারা চাইছেন তাদের পক্ষে সহজ সুরের শয়তানি বোঝা সম্ভব নয়। তাদের গোড়ায় গলদ আছে। কারন সুমন কে বোঝার মত মেধা – চিন্তা খুব সীমিত সংখ্যক   বাঙালির   আছে । তার অপর আমাদের মজ্জায় রয়েছে – হিংসে – তা থেকে বেরবো কি করে ? শুধু শিক্ষা দিয়ে সুমন কে বোঝা যায়ে না তার জন্য চাই – মননশীলতা – সংবেদনশীল মানসিকতা। আসলে এভাবে কেউ সুমনের আগে বলেননি।কারন - পৃথিবী যে নিয়মে চলছে , সে ঠিক সে নিয়মে চলেনা – তাকে সহজে বোঝা যায়ে না , তার ভাবনা অন্য রকম। আসলে সেই ষাট – সত্তরের দ