Posts

Showing posts from May, 2017

“তোমাকে চাই” ...পঁচিশ...আরও কিছু কথা...

Image
পঁচিশ পেরল “তোমাকে চাই”। আর বিগত পঁচিশ বছর ধরে বাংলা গান নিঃশ্বাস নিল “সুমনে”। কিন্তু প্রশ্ন থেকে যায় তাতে বাংলা গান কতটা কতটা সমৃদ্ধ হল? বা বাংলা গানের শ্রোতারা সুমন থেকে কি নিতে পারল। একটু ফিরে দেখা যাক বাংলা গানের জগতে কবীর সুমনের অনুপ্রবেশের সময়টা। আশির মাঝামাঝি থেকে বাঙালি শ্রোতারা বাংলা গান থেকে মুখ ফেরাতে শুরু করেন। তার কারন গানের কথা। এই সময় বাংলা গানের কথার মান নামতে শুরু করে।  ধরা যাক ১৯৮৯-৯০ এর একটা বাংলা সিনেমার গান- “বুকুন ওগো বুকুন, তোমার মাথায় বাচব বসে – ভালবাসার উকুন”। কি সুন্দর শ্রুতিমধুর গান বলুন তো? আর ভেবে দেখুন এর কিছু বছর আগেই মুকুল দত্ত লিখছেন “ অনেক সুখে এখন আমার চোখে এলো জল, সেই চোখের জলে মালা গেঁথে গলায় পড়িলাম” । এই গানের কথার মধ্যে সেই সময়ের ভাষা না থাকলেও তা শ্রুতিমধুর ছিল। কিন্তু তা থেকে দশ বছরের মধ্যে বাংলা গান বুকুনের মাথার উকুনে পৌঁছে গেলো কি করে ? এর পিছনের ইতিহাস একটু দেখার দরকার আছে। আসলে বাংলা গানের ভাষা পরিবর্তনের চেষ্টা সেই ভাবে কেউ করেন নি। সুর নিয়ে অনেক প্রয়াস আছে- অনেক ভালো ভালো সুর তৈরি হচ্ছিল কিন্তু গানের ভাষা কিছু বলছিল না। পঞ্চাশ আ

পঁচিশ পেরল তোমাকে চাই

Image
দেখতে দেখতে পঁচিশ বছর    কেটে গেল । আর আমাদেরও বয়স বাড়ল “ তোমাকে চাই ” এর হাত ধরে। আবার পেছনে তাকানোর সময়। অনেকেই অনেক কিছু লিখে ফেলবেন এই সময়। নতুন অনেক “ সুমনায়িত ” কবিতায় পাতা ভরবে। আর আমরা , যাদের মনন , এই সুমন - যুগে , প্রতিদিন নিঃশ্বাস নিয়েছে প্রান ভরে , তারা আবার স্মৃতির পাতায় পা রাখবে। সেই পুরনো কথা গুলো আবার একটু নতুন মোড়কে ফিরিয়ে নিয়ে আসা। সুমনেরই ভাষায় –“ স্মৃতি সতত সুখের কিনা কে জানে , কিন্তু এক ধরনের দুঃখের মধ্যেও যেন একটা আনন্দ থেকে যায়। “ আমার এক প্রবাসী বাঙালি বন্ধু মৈনাক্য আমাকে প্রথম সুমনের কথা বলে – সালটা ১৯৯০ - ৯১ হবে। মৈনাক্য রাঁচিতে বা অন্য কোথাও ( জায়গা টা ঠিক মনে নেই ) সুমনের কোন অনুষ্ঠান দেখে ছিল। মৈনাক্য প্রবাসী ছিল তাই বাংলা ভাষাতে অতোটা দক্ষ ছিলনা। ওর ভাষায় – “ অদ্ভুত ” কিছু গান ও শুনেছিল – একটা লোক একাই গান গাইছে আবার নিজেই সব যন্ত্র বাজাচ্ছে। এর পর ১৯৯১ এর শেষাশেষি আমার থেকে আত্মীয় – কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ,